রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে গৃহনির্মাণ কন্ট্রাক্টরদের নিয়ে শাহ সিমেন্টের নির্মাণসাথী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় ফুর্ড ল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী রিজিওনের রিজিওনাল ম্যানেজার জাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর এরিয়া ম্যানেজার জাফর হোসেন, রায়পুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও নির্মাণ কন্ট্রাক্টর প্রমূখ।
বাচ্চু মিয়া নামে এক নির্মাণ কন্ট্রাক্টর শাহ সিমেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সভা নিয়মিত প্রয়োজন। আমাদেরকে বুঝিয়ে বললে আমরা ক্রেতাদের তা জানাতে পারি। ডেকে এনে সম্মান দেওয়ায় আমরা খুবই আনন্দিত। শাহ সিমেন্টকে ধন্যবাদ।
সাইফুল ইসলাম মুরাদ বলেন, নির্মাণ কন্ট্রাক্টররা আমাদের অহংকার। তাদের মাধ্যমে আমাদের পণ্য সম্পর্কে ভোক্তারা ইতিবাচক ধারণা পান। নির্মাণের সাথে জড়িত ও সংশ্লিষ্ট সবার কাছে আমরা কৃতজ্ঞ।
অনুষ্ঠান শেষে শাহ সিমেন্টের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।