রায়পুর নতুন বাজার সড়ক আজ নাগরিকদের জন্য দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। প্রতিদিন ভোর থেকে রাত অবধি হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন, বিপরীতে রাস্তাটির বেহাল অবস্থা দেখলে মনে হয়, যেন উন্নয়ন এখানকার জন্য একটি অচেনা শব্দ। খানাখন্দে ভরা৷ এই সড়ক দিয়ে গাড়ি তো দূরের কথা, পথচারীদের হাঁটাও এখন যুদ্ধের সমান। বৃষ্টি নামলেই রাস্তার গর্তে জমে নোংরা পানি। এতে নিয়মিত ঘটে দুর্ঘটনা,ব্যবসা-বাণিজ্য হচ্ছে ব্যাহত , আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
অন্যদিকে, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা নাগরিক জীবনে নতুন করে যন্ত্রণার বোঝা চাপিয়ে দিয়েছে। বাজারের আশেপাশে প্রতিদিন টনকে টন বর্জ্য জমা হলেও তা পুরোপুরি অপসারণ করা হয়ে ওঠে না, এক্ষেত্রে যথাযথ তদারকি ও সক্ষমতা বাড়াতে হবে। ফলে দুর্গন্ধে পরিবেশ হচ্ছে দূষিত , ছড়িয়ে পড়ছে নানান রোগবালাইয়ের ঝুঁকি। পৌরসভা পরিচ্ছন্নতার নামে যে দায়িত্ব নিয়েছে, তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।
আমাদের প্রশ্ন, জনগণের করের টাকায় পরিচালিত পৌরসভার দায়িত্ব পালনে এত উদাসীনতা কেন? রাস্তাঘাট মেরামত কিংবা বর্জ্য অপসারণ, এসব ন্যূনতম সেবাও যদি মানুষ না পায়, তবে পৌরসভার অস্তিত্বই বা কীসের জন্য? সময় এসেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার।
আমরা প্রতিদিনের আলো পরিবার থেকে দৃঢ়ভাবে দাবি জানাই, অবিলম্বে নতুন বাজার সড়ক সংস্কার করা হোক এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। জনগণের ভোগান্তি লাঘবই হোক উন্নয়নের প্রথম শর্ত।
– এম আর সুমন
সম্পাদক, প্রতিদিনের আলো